ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শহীদ নাজমুল পদক পাওয়ায় শেরপুরে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৩ মার্চ ২০১৭

বাংলাদেশের স্বাধীনতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর রাষ্ট্রের সর্বোচ্চ পদক ‘স্বাধীনতা পদক-২০১৭’ (মরণোত্তর) পেয়েছেন শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা এনএম নাজমুল আহসান।

শহীদ মুক্তিযোদ্ধা নাজমুল আহসান স্বাধীনতা পদক পাওয়ায় শেরপুরের নালিতাবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শহীদ নাজমুল আহসান স্বাধীনতা পদক প্রাপ্তি উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে স্থানীয় শাহী কবরস্থানে শহীদ নাজমুল আহসানের কবর জিয়ারত করা হয়। পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের নেতৃত্বে এ শোভাযাত্রায় নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শহীদ নাজমুলের ভাই সদরুল আহসান মাসুম শহীদ নামজুল আহসানের স্বাধীনতা পদক গ্রহণ করেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামের সন্তান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল আহসানের নেতৃত্বে ১৯৭১ সালের ৫ জুলাই পাক-হানাদারদের প্রবেশ ঠেকাতে শেরপুর-বনগাঁ সড়কের কাটাখালী ব্রিজ ধ্বংস করে সফল অভিযান পরিচালনা করেন।

একাত্তরের ৬ জুলাই ভোরে পার্শ্ববর্তী রাঙামাটি গ্রামের খাটুয়া বিলে সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে পাকহানাদারদের সঙ্গে সম্মুখযুদ্ধে নাজমুল আহসান শহীদ হন। সেসময় সহযোদ্ধা চাচা আলী হোসেন এবং ভাতিজা মোফাজ্জল হোসেন শহীদ হন।

শহীদ নাজমুলের স্মৃতি রক্ষায় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাস এবং নালিতাবাড়ীতে তার নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। শহীদ নাজমুল ছিলেন মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের ১নং কোম্পানি কমান্ডার।

হাকিম বাবুল/এএম/জেআইএম