ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৬ ঘণ্টা পর গজারিয়ার পেপার মিলের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১১:৫২ এএম, ২৩ মার্চ ২০১৭

৬ ঘণ্টা পর মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকার আফিল পেপার মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বেলা ১১টার দিকে আগুন লাগে আফিল পেপার মিলে।

gazaria

গজারিয়া হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাসেম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ঢাকার ডেমরা, নারায়ণগঞ্জে বন্দর ও কুমিল্লার দাউদকান্দি ফায়ার সার্ভিসের প্রায় ১০টি ইউনিট কাজ করছে। ৬ ঘন্টা চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কর্মরত পারভেজ (৩৪) নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/জেআইএম

আরও পড়ুন