ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৫ মার্চ ২০১৭

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১২টি দোকান ও একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার বিকেল ৩টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে আনুমানিক দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল কুমার দাসের হার্ডওয়ারের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যমে পেট্রল ও থিনারের ড্রামে আগুন ধরে যায়। পরে তা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।

Faridpur

পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন জানান, বাজারের একটি হার্ডওয়ার, দুইটি মোবাইল, দুইটি ওষুধ, মুদি, বরফকল, জুতার দোকান এবং একটি বাড়ি পুড়ে গেছে। সব মিলে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অঞ্চলে বড় পাইকারি বাজার হাজীগঞ্জ বাজার বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই দমকমকর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।

এস.এম. তরুন/এআরএ/জেআইএম