ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধর্ষণের আড়াই মাস পর কিশোরীর মৃত্যু : অভিযুক্ত আটক

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৫ মার্চ ২০১৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া এলাকায় ধর্ষণের আড়াই মাস পর এক কিশোরীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত লিটন মাতুব্বরকে আটক করেছে পুলিশ।

নিহত ফারজানা ওই এলাকার মৃত আলমগীর শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কিশোরীর বসতঘরে ঢুকে প্রতিবেষি লিটন মাতুব্বর ধর্ষণ করে। মেয়েটি তার মাকে জানালে কবিরাজের কাছে দিয়ে গোপনে চিকিৎসা দেয়া হয়। কিন্তু ওই ঘটনায় মেয়েটি পুরোপুরি সুস্থ না হওয়ায় তিন দিন আগে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরে সে।

পরে তাকে চিকিৎসার জন্য প্রথমে সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত লিটন মাতুব্বরকে আটক করে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এস.এম. তরুন/এআরএ/আরআইপি