ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউএনও বিদেশে অবস্থান করছেন তাই...

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৯ এপ্রিল ২০১৫

১৯ দিন পেরিয়ে গেলেও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শুরু হয়নি গম সংগ্রহ কার্যক্রম। অথচ খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গত ১ এপ্রিল থেকে সারাদেশে গম ক্রয় অভিযান শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, শিবগঞ্জ ছাড়া জেলার অন্যান্য খাদ্য গুদামে যথাসময়ে গম ক্রয় অভিযান কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু, শিবগঞ্জে খাদ্য সংগ্রহ কমিটির এখনও আলোচনা সভা ও সিদ্ধান্ত না হওয়ায় রোববার পর্যন্ত গম সংগ্রহ অভিযান শুরু হয়নি।

এর কারণ হিসেবে জানা গেছে, উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশিক্ষণের জন্য বিদেশে অবস্থান করছেন। তাই এই কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামে ৩ হাজার ১৯৭ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে।

এদিকে আকাশের অবস্থা বিরূপ থাকায় বিলম্বে গম সংগ্রহ অভিযানে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন উপজেলার কৃষকরা। তাই অবিলম্বে গম সংগ্রহ অভিযান শুরু করার জন্য কৃষকরা বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন।

তবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন জানান, গম ক্রয়ের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এমজেড/এমএএস/আরআই