বাঁধ নির্মাণে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
সীমান্তের ইছামতি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে পতাকা বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাঁখরা সীমান্তের এক নম্বর পিলারের জিরো পয়েন্টে ব্যাটালিয়ন পর্যায়ে এ পতাকা বৈঠক হয়। বৈঠকে আলোচনার মাধ্যমে দুই দেশের বাঁধ সুরক্ষা ও সীমান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভোমরা বিওপির কমান্ডার গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত নদী ইছামতির বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সুরক্ষা ও সীমান্তের ছোট ছোট সমস্যা নিরসনে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশী। ভারতের পক্ষে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কল্যাণী ১৪৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অজিত কুমার ভিক্টর।
এমজেড/একে/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ২ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৩ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৪ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৫ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান