নেত্রকোনায় ধান কাটা নিয়ে সংঘর্ষ : নিহত ২
নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম গ্রামে জমির ধানকাটা নিয়ে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত একজনের নাম মুসলেম উদ্দিন (৫২)। তিনি পেশায় কৃষক। অন্যজনের নাম আছিয়া আক্তার (৪৫)। তিনি শিবাশ্রম গ্রামের কছিম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায় , সোমবার ভোরে মুসলেম উদ্দিনের জমিতে প্রতিবেশী কছিম উদ্দিনের লোকজন ধান কাটতে গেলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এসময় ঘটনা স্থলেই মুসলেম উদ্দিন (৫২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় কছিম উদ্দিনের স্ত্রীকে কেন্দুয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন । আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসএস/এআরএস/পিআর