ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুরে উৎসবের আমেজ

প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৭ মার্চ ২০১৭

আগামীকাল বুধবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ফরিদপুরের সর্বস্তরে ব্যাপক প্রস্তুতি চলছে। দীর্ঘ আট বছর পর প্রধানমন্ত্রী ফরিদপুর শহরে জনসভায় অংশ নেবেন। এদিন প্রধানমন্ত্রী ২০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও নতুন ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তাই প্রধানমন্ত্রীর এই আগমনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফরিদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ নানা সাজে সজ্জিত করা হয়েছে। প্রায় সবখানেই লেগেছে রংয়ের ছোঁয়া। শহরের অপরাধ দমনসহ প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। ১২৬টি তোরণ ও বড় বড় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর।
ff
এছাড়া সড়কের ডিভাইডারসহ দু’পাশের কয়েক কিলোমিটার এলাকাতে সাতদিন আগে থেকেই আলোকসজ্জা করা হয়েছে। শহরের রাজবাড়ি রাস্তার মোড়, ভাঙ্গা রাস্তার মোড়, ডিসি অফিস এলাকা নান্দনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে। নৌকার আদলে নির্মিত হচ্ছে জনসভাস্থলের মঞ্চ। প্রশাসনের তত্ত্বাবধানে পুরোদমে চলছে মঞ্চ তৈরির কাজ।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার দুপুর ৩টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরিদপুরকে বিভাগ করা হবে এমন ঘোষণার পর থেকেই এ অঞ্চলের মানুষ আশায় বুক বেঁধে আছে। এছাড়া, ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিভিন্ন সমাবেশে ফরিদপুর বিভাগসহ দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু, সিটি কর্পোরেশন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হবে বলে আশ্বস্ত করেন। তাই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভায় ফরিদপুরবাসী সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের কথা শুনবেন বলে জানান জেলার অনেকেই।
ff
সদর থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রধানমন্ত্রী আমাদের জেলায় আসছেন। তার সফর ও জনসভাকে সফল করতে সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়াই অবহেলিত ফরিদপুরের ব্যাপক উন্নয়ন চাই আমরা।

সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জনসভায় আসেছেন তা না, তিনি তার মেয়ের বাড়িতেও আসছেন। তাই আমাদের প্রস্তুতির কোনো কমতি নেই। প্রধানমন্ত্রীর কাছে আমরা অনেক কিছু আশা করি এবং তিনি তার চেয়েও বেশি পূরণ করবেন বলে আমাদের বিশ্বাস।
ff
এদিকে প্রধানন্ত্রীর সফর ও জনসভা উপলক্ষে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার সব জনসাধারণের সহযোগিতায় প্রধানমন্ত্রীর এই সফর আরও সাফল্যমণ্ডিত হবে।
ff

এসএম তরুণ/বিএ