ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় মুক্তিমঞ্চের নৈশপ্রহরীকে হত্যা

প্রকাশিত: ০২:৪৪ এএম, ২৮ মার্চ ২০১৭

মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে মুক্তিমঞ্চের নৈশপ্রহরী ইয়ারুল ইসলামকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়ারুল ইসলাম ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ইয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে আবালপুর গ্রামের মুক্তিমঞ্চে নাইট গার্ডের দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র ও হাতুড় দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে আশপাশের লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরাফাত হোসেন/এফএ/জেআইএম