মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার চার্জ গঠন
মাগুরায় আলোচিত মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জ গঠন সম্পন্ন হয়েছে।
মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মঙ্গলবার দুপুরে মামলার ৫ আসামি অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের ওপর দীর্ঘ শুনানি হয়।
শুনানি শেষে অব্যাহতির আবেদন খারিজ করে চার্জ গঠন করেন বিচারক। সেই সঙ্গে আদালত আগামী ৮ মে সাক্ষীর জন্য দিন নির্ধারণ করেন।
২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মমিন ভূঁইয়া নামে একজন নিহত হন।
এ সময় গর্ভের শিশুসহ নাজমা বেগম নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত মোমিন ভূঁইয়ার ছেলে রুবেল ঘটনার তিনদিন পর ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। পরবর্তীতে পুলিশি তদন্তে অপর একজনের নাম বাদ পড়ে যায়।
এরপর তোতা, আয়নাল ও মুন্না নামে তিনজনের নাম নতুন করে অন্তর্ভুক্ত হয়। ২০১৫ সালের ৩০ নভেম্বর মোট ১৭ জনের নামে পুলিশ আদালতে চার্জশিট দেয়।
মো. আরাফাত হোসেন/এএম/এমএস