ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে পথ-খাবার বিক্রির নিরাপদ ১০০ গাড়ি বিতরণ

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৮ মার্চ ২০১৭

বরিশাল নগরীর ফুটপাতে নিরাপদ পথ-খাবার বিক্রয়ের লক্ষে দুস্থ ও পথ-খাবার বিক্রেতার মাঝে ১০০ গাড়ি বিতরণ করা হয়েছে। নিরাপদ খাবার বিক্রির এসব গাড়িতে অর্থায়ন করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি বিতরণ উপলক্ষে নগরীর টাউন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বরিশাল স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক বাসুদেব কুমার দাস ও ফাও (FAO)-এর ন্যাশনাল অ্যাডভাইজার শাহ মো. মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে নগরীর স্কুলগুলোর সামনে এবং বিভিন্ন সড়কে পথ-খাবার বিক্রেতাদের মাঝে নিরাপদ পথ-খাবার বিক্রির গাড়ি বিতরণ করা হয়। ইতোপূর্বে আরও ১০০ গাড়ি বিক্রেতাদের মাঝে বিতরণ করা হয়েছে।

সাইফ আমীন/এএম/এমএস