ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে জুট মিলে আগুন : ছয় কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩০ মার্চ ২০১৭

ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুরস্থ বিএস জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ হাজার ৬০০ মন পাট পুড়ে গেছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফরিদপুর, রাজবাড়ি ও ভাঙ্গা হতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজউদ্দিন জানান, দুপুরে বিএস জুট মিলের ১নং গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয় সে ব্যাপারে নির্দিষ্ট করে জানাতে পারেননি।

বিএস জুট মিলের জোনাল ম্যানেজার গোলাম দস্তগির জানান, অন্যান্য দিনের মতোই সকাল থেকে মিল চালু ছিল। এ অবস্থায় দুপুর ২টার দিকে ১নং গুদাম থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে গিয়ে পাশের গুদামের পাট ভিজে নষ্ট হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়ার মালিকানাধীন বিএস জুটি মিলটি ফরিদপুর-দৌলতদিয়া মহাসড়কের পাশে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামে সাড়ে ৮ একর জায়গার ওপর ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় ১২০০ শ্রমিক মিলটিতে কাজ করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এস.এম. তরুন/এআরএ/জেআইএম