ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কপোতাক্ষের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ৩১ মার্চ ২০১৭

জোয়ারের বেগে কপোতাক্ষ নদের প্রায় দুইশ ফুট বেড়িবাঁধ ভেঙে একটি গ্রাম ও ২শ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় বৃহস্পতিবার গভীর রাতে বাধটি ভেঙে যায়। স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে বাঁধটি সংস্কারের চেষ্টা চালাচ্ছেন এলাকাবাসী।

স্থানীয় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বার বার বলার পরও তারা সংস্কারের উদ্যোগ নেয়নি।

রাতে প্রায় ২শ ফুট এলাকা ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে চাকলা গ্রামের প্রায় ২শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ২শ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে।

আকরামুল ইসলাম/এনএফ/এমএস

আরও পড়ুন