ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোনাগাজীতে এমপির সভাস্থলে গুলি : আহত ৮

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২১ এপ্রিল ২০১৫

ফেনীর সোনাগাজীতে পুলিশের সাথে জলদস্যুর গুলি বিনিময়ের ঘটনায় পুলিশসহ আটজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার চরদরবেশ ইউনিয়নে স্বতন্ত্র সাংসদ হাজী রহিম উল্লাহর সভাস্থলে এই গুলি বিনিময়ের ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর সভামঞ্চে জলদস্যু ভাগিনা কালাম বাহিনীর সদস্যরা হামলা চালায়। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায়। এ সময় সোনাগাজী মডেল থানার দুই কনস্টেবল রফিকুল ইসলাম ও ছানাউল্লাহ গুলিবিদ্ধ হন।

এছাড়া জলদস্যু বাহিনীর সদস্য আশরাফ সিদ্দীকিসহ আরো পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। সোনাগাজী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ নবীর হোসেন দুইজন পুলিশ গুলিবিদ্ধ হওয়ার খবর জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এমজেড/এমএএস/আরআই