ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মান্দায় ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ

প্রকাশিত: ১০:৫৮ এএম, ০১ এপ্রিল ২০১৭

নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটের পাশে মেসার্স হিরো ব্রিকস ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। সেই সঙ্গে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই চালানো হচ্ছে এ ইটভাটা। যেন দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা গেছে, ইটভাটার পাশে কাঠ পোড়ানোর জন্য জমা করে রাখা হয়েছে। ভ্যানে করে কাঠ নিয়ে আসা হচ্ছে। পাশেই আবার বড় ও মোটা কাঠগুলো কুড়াল দিয়ে কাটা হচ্ছে।

ইটভাটায় অবাধে কাঠ পোড়ানোয় এলাকার পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। ইটভাটার আশপাশের গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ইটভাটা থেকে নির্গত কার্বন মনোঅক্সাইড গ্যাস গাছপালা ও ধানের পাতায় পড়ায় সালোক সংশ্লেষণের ব্যাঘাত ঘটছে। অনেক আম গাছে এবার তেমন মুকুলও আসেনি।

গত দশ বছর আগে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের পাশে ইটভাটাটি স্থাপন করা হয়। কিন্তু ২০১৩ সালে পরিবেশ অধিদফতরের ছাড়পত্রের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত তা নবায়ন করা হয়নি। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইটভাটার কার্যক্রম চালানো হচ্ছে।

এ বিষয়ে মেসার্স হিরো ব্রিকস ইটভাটার ম্যানেজার টোকেন বলেন, মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন থেকে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা চালানো হচ্ছে। কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। তবে ইটভাটায় কাঠ পোড়ানে যে অবৈধ তা আমরা জানি।

Naogaon

মেসার্স হিরো ব্রিকস ইটভাটার মালিক হুমায়ন কবির অসুস্থ থাকায় এ বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মান্দা ইটভাটা মালিক সমিতির সভাপতি মাহবুব আলম বলেন, উপজেলায় প্রায় ৩০-৩৫টি ইটভাটা আছে। এর মধ্যে কয়েকটি ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র আছে। বাকিদের ছাড়পত্র নেই। এভাবেই দীর্ঘদিন থেকে ইটভাটা চালানো হচ্ছে।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান খান বলেন, ইটভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমাণ দিয়ে জরিমানা করা হয়েছে। বাকি ইটভাটাগুলোতে অভিযান চালানো হবে।

আব্বাস আলী/এএম/পিআর