ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পানগুছিতে আরও এক মরদেহ, নিহতের সংখ্যা বেড়ে ১৮

প্রকাশিত: ০৫:২৮ এএম, ০২ এপ্রিল ২০১৭

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির উদ্ধার অভিযান আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার ৯ ঘণ্টা পর শনিবার রাত ৯টায় সোনাখালী এলাকা থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এনিয়ে এ ঘটনায় সর্বমোট ১৮ জনের মরদেহ উদ্ধার হলো।

মোরেলগঞ্জের পল্লীমঙ্গল গ্রামের বাচ্চু মিয়ার ১০ মাসের ছেলে রাহাতের মরদেহ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে উত্তর ফুলহাতা গ্রামের মহসিন হোসেন ছেলে হাসিব (৬)।

এরআগে ট্রলারডুবির পঞ্চম দিন শনিবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেন। এসময় নৌ বাহিনী কামান্ডার শাহরিয়ার ফায়ার সার্ভিস উপ-পরিচালক মাসুদুর রহমান ও পুলিশের উদ্ধারকারী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সকালে মোরেলগঞ্জের পানগুছি নদীতে খেয়া পারাপারের সময় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে। প্রায় শতাধিক যাত্রী নিয়ে প্রবল স্রোতের কারণে ট্রলারটি নদীতে ডুবে গেলে অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিল অন্তত ২০ যাত্রী।

শওকত আলী বাবু/এফএ/পিআর

আরও পড়ুন