ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ`র বৈঠক

প্রকাশিত: ১২:০৭ পিএম, ২২ এপ্রিল ২০১৫

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ`র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক গুরুত্বপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যৌথ সীমান্ত টহল, মাদকদ্রব্য, নারী ও শিশু পাচার রোধ, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, অবৈধভাবে কোনো বাংলাদেশি/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় প্রভৃতি ব্যাপারে আলোচনা হয়।

পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান (বিজিবিএম) এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সুরেশ কুমার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. রবিউল ইসলাম এবং ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বরেন্দ্র কুমার।

বৈঠক থেকে ফিরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যা উভয় দেশের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএস/এমএএস/আরআইপি