ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশাশুনিতে বেড়িবাধ সংস্কারের পর আবারও ধস

প্রকাশিত: ১২:৪১ পিএম, ২২ এপ্রিল ২০১৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলায় কপোতাক্ষ নদের বেড়িবাধ সংস্কার করা হলেও জোয়ারে তা আবারও ধসে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে করে একটি গ্রাম ও দুইশ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সেই সঙ্গে ভাঙন কবলিত অংশ দিয়ে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আকবর ঢালী জানান, রাতে প্রবল জোয়ারে চাকলা গ্রামের কপোতাক্ষ নদের বেড়িবাধ ভেঙে নদীগর্ভে ধসে পড়ে। এতে ওই গ্রামের নিম্নাঞ্চল ও দুইশ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়।

স্থানীয় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ঘটনাস্থল থেকে জানান, কপোতাক্ষ নদের চাকলা পয়েন্টের বেড়িবাধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বার বার বলা সত্ত্বেও তারা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় রাতে প্রায় ২শ ফুট এলাকা জুড়ে ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।

তিনি আরও জানান, দুই শতাধিক এলাকাবাসীকে নিয়ে রিং দিয়ে বাধ সংস্কার করা হলেও দুপুরের জোয়ারে তা আবারও ভেঙে যায়।  

এদিকে, পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকোশলী আব্দুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বাধ নির্মাণের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে পাঠানো হচ্ছে। বরাদ্দ পেলেই স্থায়ীভাবে বাধ নির্মাণের কাজ শুরু হবে।

এসএস/এমএএস/আরআইপি