বড়হাটে নিহত তিন জঙ্গির দাফন সম্পন্ন
মৌলভীবাজারের বড়হাট জঙ্গি আস্তানায় অভিযানে নিহত তিন জঙ্গির মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে আশরাফুল আলম নাজিম (২২) ছাড়া বাকি দুইজনের মরদেহ শনাক্ত করতে না পারায় তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের পৌর এলাকার টিকরবাড়ি কবরস্থানে তিন জঙ্গির মরদেহ দাফন করা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, তিন জঙ্গির মধ্যে আশরাফুল আলম নাজিমের মা মনোয়ারা বেগম ছেলের মরদেহ শনাক্ত করতে পারেছেন। ছিন্ন ভিন্ন হওয়ায় বাকি দুইজনের মরদেহ শনাক্ত করতে পারেনি তাদের স্বজনরা। তবে সবাই মরদেহ নিতে অস্বীকৃতি জানায়।
মরদেহ দাফনের সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কুরবান আলী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমদ, পৌরসভার প্রকৌশলী আব্দুল মুমিন ও আমিনুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে বড়হাটে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এখানে সোয়াটের অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলাকালে এক নারী ও দুই পুরুষ জঙ্গি আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যায়।
এআরএ/এআরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম