ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশিত: ১০:০৪ এএম, ০৫ এপ্রিল ২০১৭

নাটোরের সিংড়ায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর এলাকার চরপাটকোল গ্রামে এ ঘটনা ঘটলেও বুধবার সকালে ওই শিশুর বাবা সিংড়া থানায় অভিযোগ করেছেন।

তবে পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত সাব্বিরকে (১৬) আটক করতে পারেনি। বর্তমানে শিশুটিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সিংড়া পৌর এলাকার চরপাটকোল গ্রামের ছয় বছরের ওই শিশুকন্যা দুপুরের দিকে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী সাইদুর রহমানের বখাটে ছেলে সাব্বির (১৬) বাড়ির পাশের একটি পুকুর পাড়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে লোকজন ছুটে আসলে সাব্বির পালিয়ে যায়।

এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযুক্তকে পাওয়া যায়নি।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণচেষ্টার আলামত পাওয়া গেছে।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর