ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে সুনিল গোমেজ হত্যার মূল পরিকল্পনাকারী রিমান্ডে

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ী সুনিল গোমেজ হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেনকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরকে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি গাইবান্ধা থেকে আটক করা হয়েছিল জেএমবি সদস্য জাহাঙ্গীরকে। তাকে জিজ্ঞাসাবাদে নাটোরের সুনীল হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য পায় পুলিশ।

পরে তাকে বৃহস্পতিবার সুনীল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই জেএমবি সদস্য রাজশাহী এবং বগুড়ায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে বলেও জানান ডিবির ওসি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বনপাড়া খ্রিষ্টান ধর্মপল্লীর মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম