ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৭ এপ্রিল ২০১৭

অভাবের তাড়নায় নওগাঁ সদর উপজেলার ফারাদপুরে রুবেল আলী মন্ডল (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রুবেল একই গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে।

ভীমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রুবেল নিখোঁজ ছিল। তার বাড়ির পাশে আব্দুস সাত্তারের নির্মিত নতুন বাড়িতে সকালে প্রতিবেশিরা রুবেলের মরদেহ দেখে থানায় খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রুবেল ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। মূলত অভাবের তাড়না রুবেল আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আব্বাস আলী/এআরএ