ফরিদপুরে ৩ দিনের মধ্যে ধর্ষককে না ধরলে বড় কর্মসূচির ঘোষণা
ফরিদপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আকটেরচর ইউনিয়নের জনসংঘ আদর্শ বিদ্যালয় ও পাশ্ববর্তী সদরপুর-মনিকোঠা সড়কের অর্ধকিলোমিটার জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক’শ শিক্ষার্থী ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিদ্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ খানের সভাপতিত্বে সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকগণ ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদের কর্মসূচি হিসেবে শনিবার থেকে বিদ্যালয়ে আগামী তিনদিনের জন্য ক্লাস বর্জন করা হয়। তিনদিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা হলে ক্লাস চালু করা হবে। অন্যথায় আরও বড় ধরনের কর্মসূচি দেয়া হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আকোটেরচর ইউনিয়নের দোপ আকোট গ্রামের বাবু কাজীসহ আরও দুইজন তার মুখ চেপে ধরে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীটির মা-বাবা ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজির পর ভোর চারটার দিকে তাকে বাড়ির সামনের রাস্তা থেকে উদ্ধার করে।
শুক্রবার দুপুরে সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে দোপ আকোটেরচর গ্রামের বাদশা কাজীর ছেলে বাবু কাজী (২১), মজনু মুন্সীর ছেলে ফারুক মুন্সী (১৮) ও মান্না কাজীর ছেলে সাখাওয়াত কাজীসহ (২২), ৩ জনের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা দায়ের হয়।
এস.এম. তরুন/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ