স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে গ্রেফতার ইউপি চেয়ারম্যানকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠোনোর নির্দেশ দেন।
গ্রেফতার মাসুদ এলাহী সুভাষ এ্কই ইউনিয়নের জগদিস দাসের ছেলে। তিনি ১৯৮৯ সালে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেন।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে কে এন এস ইকবাল জাগো নিউজকে জানান, গত ৪ এপ্রিল মঙ্গলবার রাতে কচুয়া থানার জগতপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা সেলিম কাদির সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনের নামে একটি মামলা দায়ের করেন।
শনিবার রাতে এ মামলায় কচুয়া থানা পুলিশ ঢাকা মহানগর পুলিশের সহায়তায় ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষকে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
মাসুদ এলাহী সুভাষের ভাতিজা হেলাল হোসেন মিলন জাগো নিউজকে জানান, এটা একটা ষড়যন্ত্র। ১৪ বছর ধরে মাসুদ এলাহী সুভাষ কচুয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক ও আশরাফপুর ইউনিয়নের পরপর তিন বার নির্বাচিত চেয়ারম্যান। তাকে হয়রানি করার জন্যই এ মামলা দায়ের করা হয়েছে।
ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাসিয়া-চা শ্রমিক: পাশাপাশি বাস অথচ জীবনযাত্রা আকাশ-পাতাল তফাৎ
- ২ ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
- ৩ খুলনায় ফের ঊর্ধ্বমুখী সবজির বাজার, আগের দামে আলু-পেঁয়াজ
- ৪ ভাইয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ইউপি চেয়ারম্যান-ইউএনওর বাগবিতণ্ডা
- ৫ পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা