ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৫ এএম, ১০ এপ্রিল ২০১৭

জয়পুরহাট সদর উপজেলার মাঝিপাড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় বাচ্চু মিয়া (৫০) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া সদর উপজেলার হরিপুর স্কুলপাড়া এলাকার মৃত ভুলু মিয়া মিস্ত্রীর ছেলে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোমিনুল হক মোমিন জানান, সোমবার ভোর ৫টায় মাঝিপাড়া এলাকায় একটি খালি ট্রাক্টর দূর্গাদহ বাজার থেকে হরিপুর ঘাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সাইকেলআরোহী বাচ্চু মিয়াকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়ায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

রাশেদুজ্জামান/এফএ/জেআইএম