ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৭

প্রকাশিত: ০৬:০৮ এএম, ১০ এপ্রিল ২০১৭

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৫ জামায়াত নেতাকর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দেশব্যাপী নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহের সদর থেকে ২ জামায়াতসহ ২২ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, কোটচাঁদপুর থেকে ৩ জামায়াতসহ ৯ জন ও মহেশপুর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হয় আরও ১ জন। এসময় উদ্ধার করা হয় বেশ কিছু মাদকদ্রব্য।

গ্রেফতারদের নামে বিভিন্ন থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর