ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

প্রকাশিত: ১২:৪২ পিএম, ১০ এপ্রিল ২০১৭

বাগেরহাটে শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট রেল রোড জেলা আওয়ামী লীগের অফিস চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ডা. মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামন টুকু, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি কার্যকরি সভাপতি ফজলুল হক মিন্টু, সহসভাপতি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি কামরুজ্জামান চুন্নু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খান হাবিবুর রহমান প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফকরুল আলম সাহেব, ছাএলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, আওয়ামী লীগ নেতা ও কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইললাম, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক খান আবু বক্কর প্রমুখ। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার শ্রমিক লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

শওকত আলী বাবু/এএম/এমএস