বাগেরহাটে দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ
বাগেরহাট ভৈরব নদীর শহর রক্ষা বাঁধ ঘেঁষে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানের সময় দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দড়াটানা ব্রিজ থেকে নদীর পাড়ের রাস্তা ঘেঁষে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয়া হয়। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো মোমিনুর রশিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিম উদ্দিন এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযান পরিচালনার সময়ে অনেক অবৈধ দলখকারীরা নিজ উদ্যোগে তাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান সরিয়ে নিতে দেখা দেয়।
সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা সমিল, রাইস মিল, বিভিন্ন বড়, মাঝারি ও ক্ষুদ্র দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।
পৌর মেয়র খান হাবিবুর রহমান ভৈরব নদীকে দূষণমুক্ত রাখতে নদীর পাড়ে ব্যবসায়ীদের ময়লা অবর্জনা না ফেলাসহ রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানান।
শওকত আলী বাবু/এএম/এমএস