ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভেড়ামারায় কৃষককে গলাকেটে হত্যা

প্রকাশিত: ০১:৫২ পিএম, ১১ এপ্রিল ২০১৭

কুষ্টিয়ার ভেড়ামারায় হানিফ নামে এক কৃষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার আড়কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হানিফ উপজেলার বাহাদুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, সোমবার গভীর রাতে দুবৃর্ত্তরা হানিফকে গলাকেটে হত্যা করে। হত্যাকারীরা তার মরদেহ ঘরের ভিতর ফেলে রাখে যায়। সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ ঘরের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

আল-মামুন সাগর/এআরএ/এমএস