ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৬ এপ্রিল ২০১৫

কুষ্টিয়ার দৌলতপুরের মশাউড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা- ছেলে নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মশাউড়া গ্রামের নিয়ামত মালিথা (৪৮) ও তার ছেলে সোহান (৯) বাড়ির পার্শ্ববর্তী মাঠে সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটরপাম্প পাহারা দিতে যায়। এসময় অসাবধানতাবশত চলন্ত মটরপাম্পে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ছেলে সোহান মারা যায় এবং পরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিয়ামত মালিথাও মারা যায়। খবর পেয়ে রাতেই দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটরপাম্প পাহারা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা- ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।   

এসএস/পিআর