ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদগঞ্জে পাউবোর ভবন থেকে দখলদারকে উচ্ছেদ

প্রকাশিত: ০২:৩২ পিএম, ১২ এপ্রিল ২০১৭

চাঁদপুরের ফরিদগঞ্জে পাউবোর ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। জননিরাপত্তার স্বার্থে হল রুমটি ছেড়ে দিতে দখলদার শিক্ষক রফিকুল আমিন কাজলকে কয়েকবার তাগিদ দেয়া সত্ত্বেও তিনি তা ছাড়েননি।

অবশেষে ফরিদগঞ্জ থানা পুলিশ সঙ্গে নিয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী সঙ্গীয় কর্মকর্তাসহ আজ বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে দখলমুক্ত করেন হল রুমটি।

প্রত্যক্ষদর্শীরা জাগো নিউজকে জানান, ফরিদগঞ্জে পাউবোর অনেকগুলো ভবনের মধ্যে একটি মেকানিক্যাল ভবন রয়েছে। ওই ভবনের একটি বিশাল কক্ষ যা এক পর্যায়ে হলরুম হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু হঠাৎ করেই রুমটি দখল করে নেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিকক্ষ রফিকুল আমিন কাজল। তিনি সেখানে কয়েক হাজার এলপি গ্যাস সিলিন্ডার রেখে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছিলেন।

সকালে পাউবোর চাঁদপুর এর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান সেখানে উপস্থিত হয়ে আশপাশের লোকজনকে ডাকেন। এসময় তার সঙ্গে ফরিদগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিল। তিনি ওই কক্ষে কাউকে না পেয়ে কক্ষের দরজায় তালাবদ্ধ ও সিলগালা করেন। দীর্ঘ সময় পর পৌরসভা কার্যালয়ে রুম দখলকারী রফিকুল আমিন কাজল উপস্থিত হন।

এসময় তিনি গ্যাস সিলিন্ডার সরানোর জন্য এক সপ্তাহের সময় চান। কিন্তু, নির্বাহী প্রকৌশলী তার আব্দার নাকচ করে দিয়ে বলেন, আমি সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে বিস্ফোরকদ্রব্যগুলো না সরালে পুনরায় সিলগালাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী প্রকৌশলীর অনড় অবস্থানের মুখে বেলা তিনটা নাগাদ গ্যাস সিলিন্ডার সরাতে শুরু করেন তিনি।

পাউবোর চাঁদপুর এর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জাগো নিউজকে বলেন, রফিকুল আমিন কাজল কোনো প্রকার অনুমোদনবিহীন অবস্থায় পাউবোর রুমটি দখল করে নিয়েছিলেন। রুমটি ছেড়ে দিতে বারবার তাগাদা দেয়া সত্ত্বেও তিনি তা ছাড়েননি।

তিনি আরও বলেন, বিপুল পরিমাণ এ বিস্ফারক দ্রব্য রাখার ফলে পাউবোর অফিসসহ আশপাশের আবাসিক এলাকার জননিরাপত্তা হুমকির মধ্যে ছিল।

ইকরাম চৌধুরী/এমএএস/এমএস