বৈশাখে চিত্রা সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
পহেলা বৈশাখ ১৪২৪ শুভ নববর্ষ উপলক্ষে নড়াইলের চিত্রা নদীর উপর নবনির্মিত সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে সেখানে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
নড়াইলে বিনোদনের জন্য কোনো পার্ক নেই বিধায় শহরের আশপাশের ভ্রমণপিপাসু বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, শিশু কিশোরেরা নববর্ষের প্রথম দিনে এখানে ঘুরতে আসে।
শহরের কুড়িগ্রামের উজ্জ্বল বলেন, শুভ নববর্ষ উপলক্ষে বাবা, স্ত্রী ও ছেলেকে নিয়ে বিকেলে চিত্রা সেতুতে আসি। কিন্তু অটোবাইক, ভ্যান, প্রাইভেট, মাইক্রো, মোটরসাইকেলের কারণে এতো ভিড় যে একবার ঢুকেছি আর ২ ঘণ্টায় বের হতে পারিনি। আমার জন্মের পর নড়াইলের কোনো এলাকায় এরকম যানজট দেখতে পাইনি। এ বিষয়ে প্রশাসনের নজর দেয়া উচিত।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ জানান, চিত্রা নদীর উপর নতুন সেতু নির্মিত হয়েছে বিধায় জনগণ নববর্ষ উপলক্ষে বেড়াতে এসেছে। তাই এতো ভিড় হয়েছে। পরবর্তীতে বিশেষ দিনগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাফিজুল নিলু/এএম/পিআর