ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ফেনী স্টেশন রোড সংলগ্ন আলী আবাসিক হোটেল থেকে বিধান চন্দ্র দাস নামে একজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিধান চন্দ্র দাস ফেনী সদর উপজেলার সাড়াশিয়া গ্রামের রাজমোহন দাসের ছেলে।

ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের স্টেশন রোড সংলগ্ন আলী আবাসিক হোটেলের ৩য় তলায় তল্লাশি চালিয়ে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিধান চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়।

এসএস/এমএস