ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৬ এপ্রিল ২০১৭

নরসিংদী, নাটোর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে এসব দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। রোববার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের গাঙপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে নাটোরের বড়াইগ্রামের কদিমচিলানে নাটোর-পাবনা মহাসড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো অন্তত তিনজন। রোববার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুর নুর জানান,  বেলা ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অন্তত ৩ জন আহত হন।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের (ব্যক্তিগত গাড়ি) মুখোমুখি সংঘর্ষে মানিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক জামালপুরের পাগদিগলি গ্রামের হারুনুর রশীদের ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুর্ঘটনায় প্রাইভেটকার চালক মানিকসহ দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়।

এফএ/এমএস

আরও পড়ুন