অনুমোদন ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন
কুষ্টিয়ায় অনুমোদন ছাড়াই গড়ে উঠছে বহুতল ভবন। এখানে দিন দিন বহুতল ভবনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ফ্ল্যাট ব্যবসা। তবে অধিকাংশ ভবনের মালিকরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ করছেন। বিএনডিসি (বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং) কোডের তৃতীয় ও চতুর্থ অংশ না মেনেই এসব ভবন তৈরি করা হচ্ছে বলে অভিযোগ।
ভবনগুলোর নিরাপত্তার জন্য আগুন ও নিরাপদ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে না। জানা যায়, ছয়তলার ঊর্ধ্বে ভবন নির্মাণ করা হলে বহুতল ভবন বলে গণ্য করা হয়। এদিকে, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪তলা পর্যন্ত অগ্নি নির্বাপন করার সক্ষমতা রয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য মতে, শহরে ১৫টির অধিক বহুতল ভবন রয়েছে। তবে এগুলোর মধ্যে ফায়ার সার্ভিসের নকশা অনুমোদন রয়েছে মাত্র ১টির। বাকিগুলোর অনুমোদন নেই।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বহুতল ভবনে বিকল্প সিঁড়ি ব্যবস্থা থাকা আবশ্যক হলেও বেশিরভাগ ভবনের বিকল্প সিঁড়িও নেই। যার কারণে ভবনে আগুন লাগলে মৃত্যুর হাত থেকে বাঁচা কঠিন হয়ে উঠবে। তাছাড়া বিকল্প সিঁড়ি না থাকলে ফায়ার সার্ভিস কর্মীরাইবা কীভাবে উপরে উঠে আগুন নেভাবেন? এসব বিষয়ে আইন থাকলেও বিভিন্ন কারণে তা মানা হচ্ছে না। বিভিন্ন নামে গড়ে উঠছে বড় বড় টাওয়ার। বিক্রি করা হচ্ছে ফ্ল্যাট।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিচালক নূর হাসান আহমেদ জাগো নিউজকে জানান, বহুতল ভবনে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে। সেটার নকশা ফায়ার সার্ভিস অনুমোদন করে দেবে। কুষ্টিয়ায় বহুতল ভবনের মধ্যে একটি ভবনের মাত্র ফায়ার সার্ভিসের নকশা অনুমোদন রয়েছে। বাকি ভবনগুলোর অনুমোদন নেই।
সূত্র জানায়, বহুতল ও বাণিজ্যিক ভবন নির্মাণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর কর্তৃক ভবনের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। অথচ কুষ্টিয়া জেলায় ছাড়পত্র গ্রহণ না করে অনেক ভবন গড়ে উঠেছে। লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে জেলার অনেক ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করছেন যা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে ভবন ব্যবহারকারীদের জন্যও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সৎ-যোগ্য নেতাকে ভোট দিতে বলায় খতিবকে মারতে গেলেন মুসল্লিরা
- ২ যশোরে জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ
- ৩ ‘বিএনপিতে যত রাজাকার আছে, জামায়াতে তার দশ ভাগের এক ভাগও নাই’
- ৪ আমাদের করা মামলায় শত শত আসামি নেই: শফিকুর রহমান
- ৫ জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: ফখরুল