ফুলছড়িতে চেয়ারম্যান পদে স্বতস্ত্র প্রার্থী জয়ী
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহাতাব উদ্দিন সরকার (ঘোড়া)।
তিনি পেয়েছেন ২ হাজার ২৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোসলেম উদ্দিন মাসুম (চশমা)। তিনি পেয়েছেন ২ হাজার ২৫৮ ভোট। নির্বাচনে মোট ৮ হাজার ৬৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৬৭৫ জন।
অপরদিকে উদাখালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপাসি রাণী বর্মন (টিউবওয়েল)। তিনি পেয়েছেন ৪১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আজিম উদ্দিন।
তিনি পেয়েছেন ৪০৭ ভোট। নির্বাচনে মোট ১ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখানে মোট ভোটার ২ হাজার ৯২ জন।
ফুলছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী রোববার সন্ধ্যা পৌনে আটটায় এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতাজনিত কারণে মারা যাওয়ায় ওই পদ দুইটি শুন্য হয়।
এমএএস/জেআইএম