জেলা প্রশাসকের আশ্বাসে বাস পোড়ানোর ঘোষণা প্রত্যাহার
নাটোর জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে নিজের ১৮টি যাত্রীবাহী বাস পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার আল্টিমেটাম প্রত্যাহার করেছেন আকিব পরিবহনের মালিক। সোমবার দুপুর ১২টায় বাশিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া তার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
মালিক বাশিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া জানান, মঙ্গলবার থেকে পুনরায় আকিব পরিবহনের গাড়ি রাজশাহী হয়ে বরিশাল রুটে চলাচল করবে। জেলা প্রশাসক শাহিনা খাতুনের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তার কর্মসূচি প্রত্যাহার করেছেন।
এক প্রশ্নের জবাবে আকিব পরিবহনের মালিক বাশিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া জানান, মঙ্গলবার থেকে যদি তার গাড়ি সংশ্লিষ্ট রুটে চলতে বাধা দেয়া হয় তবে সারাদেশে তার গাড়ির স্টাফ এবং আত্মীয়-স্বজন-বন্ধুবান্ধব নিয়ে মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করবেন তিনি।
এদিকে জেলা প্রশাসক শাহিনা খাতুন সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আকিব পরিবহনের মালিক বাশিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া রোববার দুপুরে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেন, সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাই সাজেদুল ইসলাম সাগর প্রভাব খাটিয়ে ক্ষমতার জোরে তার রাজশাহী থেকে বরিশাল রুটের একটি গাড়ি রাজশাহী থেকে বন্ধ করে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি এক লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অভিযোগে করেন। তিনি জানান, ২০১৪ সালে তিনি দুই বছর মেয়াদী নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর থেকে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সমিতির দায়িত্ব পালন করে আসছিলেন।
কিন্তু গঠনতন্ত্রের নিয়ম না মেনে নির্ধারিত সময়ের আগেই ২০১৬ সালের ১৭ জানুয়ারি ওই কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। সেই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ক্ষমতার প্রভাব খাটিয়ে অনিয়মতান্ত্রিকভাবে তার ছোট ভাই সাজেদুল ইসলাম সাগরকে সমিতির সাধারণ সম্পাদক নিযুক্ত করে নতুন কমিটি তৈরি করেন।
পরে তিনি ওই নতুন কমিটির অনুমোদনের জন্য জোর সুপারিশ করেন। পরবর্তীতে জেলা বাস মিনিবাস মালিক সমিতির নামে নাটোর বড়হরিশপুর বাস টার্মিনাল কাউন্টার বরাদ্দের নামে ৯ থেকে ১৫ লাখ টাকা আদায় করেন।
কিন্তু আদায়কৃত টাকা পৌরসভায় জমা দেয়ার কথা থাকলেও পৌরসভায় মাত্র ১ লাখ টাকা জমার রশিদ দেখানো হয়। এছাড়া বিভিন্ন খাতে স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও তার পরিবার কর্তৃক নানা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা অটোরিকশা সিএনজি মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হোসেন সরদার প্রমুখ।
অপরদিকে পাল্টা সংবাদ সম্মেলনে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মুজিবর রহমান এ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
রেজাউল করিম রেজা/এএম/আরআইপি