ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধার অপহৃত ছাত্রী গোপালগঞ্জে উদ্ধার

প্রকাশিত: ১১:৫১ এএম, ১৮ এপ্রিল ২০১৭

গাইবান্ধা থেকে অপহরণের একমাস ২২ দিন পর এক স্কুলছাত্রীকে (১৫) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এসময় অপহরণকারী মো. সোয়াইব ওরফে সেফ (২৫) ও তাদের আশ্রয়দাতা মাসুদ মোল্লাকে (৬০) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীটিকে উদ্ধার করা হয়। বিকেল সাড়ে তিনটায় গাইবান্ধা শহরের পলাশপাড়াস্থ পিবিআই কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এই কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন মিয়া।

সোয়াইবের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে। তিনি ওই গ্রামের ছুকু মিয়ার ছেলে। মাসুদ মোল্লার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে। তিনি ওই গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে।

গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন মিয়া বলেন, ওই স্কুলছাত্রীর গৃহশিক্ষক ছিলেন সোয়াইব। গত ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্রীটি অপহরণের শিকার হয়। ১ মার্চ ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। তারপরও পুলিশ ওই স্কুলছাত্রীটিকে উদ্ধার করতে পারেনি।

পরে মামলার তদন্তকারি কর্মকর্তা ও স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা পিবিআইয়ের কাছে স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে মঙ্গলবার অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অপহৃত স্কুলছাত্রী ও আসামিদের মামলার তদন্তকারি কর্মকর্তা জালাল উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।

এমএএস/পিআর