ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১১:২৯ এএম, ১৯ এপ্রিল ২০১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে রাহেলা বেগম (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কামারেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাহেলা বেগম ওই গ্রামের সামিউল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তিস্তা নদীর কামারেরভিটা চরে জমিতে কাজ করছিলেন রাহেলা। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির দিকে রওনা দেন। পথে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএআর/পিআর