ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষকের ৩০ মণ সয়াবিন লুট

প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে লাঠিয়ালদের বিরুদ্ধে কৃষকের জমির সয়াবিন লুটে নেয়ার অভিযোগ উঠেছে। ট্রলারে করে ৩.২২ শতাংশ জমির প্রায় ৩০ মণ সয়াবিন নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রায়পুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে লুটে নেয়া সয়াবিনগুলো উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, উপজেলার চরকাচিয়া গ্রামের কৃষক আবুল হোসেন তালুকদার ৩.২২ শতাংশ জমিতে এ বছর সয়াবিন চাষ করেন। ওই জমিতে ভালো আবাদ হয়েছে। জমিটির মালিকানার দাবি করে একই এলাকার মোহাম্মদ আলী হাওলাদারের নেতৃত্বে স্বশস্ত্র শতাধিক লাঠিয়াল নিয়ে সোমবার আবুল হোসেনের ফসলের ক্ষেতে যান। এসময় ক্ষেতের পাকা প্রায় ৩০ মণ সয়াবিন তুলে কয়েকটি ট্রলার বোঝাই করে মোহাম্মদ আলী চরে নিয়ে চলে যান।

এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে রাতে লাঠিয়াল মোহাম্মদ আলী হাওলাদারসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

কৃষক আবুল হোসেন হাওলাদার জাগো নিউজকে বলেন, লাঠিয়াল মোহাম্মদ আলী লোকজন নিয়ে আমার জমি থেকে প্রায় ৩০ মণ পাকা সয়াবিন কেটে নিয়ে গেছেন। তাদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। এ ঘটনায় আমি মামলা করেছি।

মামলার তদন্তকারি কর্মকর্তা ও হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সিরাজ মিয়া জাগো নিউজকে বলেন, কৃষকের লুটে নেয়া সয়াবিনগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

এমজেড/এমএস