বিজয়নগরে প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. ছাযেদুল হকের অনুষ্ঠান ঠেকাতে হরতাল কর্মসূচি ঘোষণার পর এবার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর করে কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা রোববার নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনের জন্য বসানো মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নামফলকটিও ভেঙে দিয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জাগো নিউজকে জানান, দুপুর ১টার দিকে একদল যুবক অতর্কিতভাবে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে হামলা চালায়। এসময় তারা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফুর রহমানকে মারধর করেন এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের নামফলক ভেঙে দেন।
তবে হামলা-ভাঙচুরের বিষয়ে জানতে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিদষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সঙ্গে না নিয়ে এলে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া।
এরপর এদিন বিকেলেই মন্ত্রীর অনুষ্ঠানে ঠেকাতে রোববার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতলা ডাকে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন।
এদিন সন্ধ্যায় আশুগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত একটি সুধি সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক হরতালের মধ্যেই রোববার বিজয়নগরে গিয়ে নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেয়ার ঘোষণা দেন।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর