ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবাসহ কারারক্ষী আটক

প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২২ এপ্রিল ২০১৭

ফরিদপুর শহরতলীর শিবরামপুর এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা ও ১ লাখ ৮৫ হাজার ৬০০ টাকাসহ চাকরিচ্যুত কারারক্ষী জাফর আলমকে (৩৬) আটক করেছে পুলিশ।

আটক জাফর আলমের বাড়ি রাজবাড়ি জেলার সুলতানপুর এলাকায়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসাবে চাকরি করতেন। সম্প্রতি নানা দুর্নীতির কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

ফরিদপুর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, শুক্রবার রাত ১টার দিকে শিবরামপুর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালায়।

তল্লাশিকালে বাসযাত্রী জাফর আলমকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৯০০ পিস ইয়াবা ও ১ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

এস. এম. তরুন/এএম/জেআইএম