ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মার পাড়ে রিকশা চালকের লাশ

প্রকাশিত: ১০:১৩ এএম, ২২ এপ্রিল ২০১৭

ফরিদপুর সদর উপজেলার আরিয়াবাদ ইউনিয়নের খুশির বাজারের অদূরে পদ্মা নদীর পাড় থেকে মামুন শেখ (২৫) নামে এক আটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে মামুন ব্যাটারিচালিত আটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে মামুন আর বাড়ি ফিরেনি। দুপুরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকার পদ্মা নদীর পাড়ে গলায় গামছা পেঁচানো একটি লাশ পরে থাকতে দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অসিম জানান, মামুনের বাড়ি সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ইব্রাহিমের ডাঙ্গী গ্রামে। নিহত মামুন ওই গ্রামের বাবুল শেখের ছেলে।

এআরএ/আরআইপি