ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:৩২ এএম, ২২ এপ্রিল ২০১৭

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শওকত ফারাজি (৬৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের রেল জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শওকত ফারাজি আলমডাঙ্গা উপজেলার রেল জগন্নাথপুর গ্রামের মৃত নওয়াজ ফারাজির ছেলে এবং কালিদাসপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে শওকত ফারাজি পার্শ্ববর্তী মাঠে নিজ ভুট্টাখেতে কৃষি কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়। পরে কৃষকরা তার মরদেহ পড়ে থাকতে দেখে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেল ৩টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিকেলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের ছোট ভাই কেরামত ফারাজি অভিযোগ করে বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীরা এ ঘটনা ঘটিয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামিদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।

সালাউদ্দিন কাজল/আরএআর/আরআইপি