ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মামলা না করায় চটেছেন মৎস্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১১:৫৭ এএম, ২২ এপ্রিল ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের না করায় চটেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক।

শনিবার বিকেলে জেলার সরাইল উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফুর রহমান মন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে পড়েন।

ডা. লুৎফুর রহমান তাকে মারধর করে কার্যালয় ভাঙচুরের ঘটনাটি মন্ত্রী ছায়েদুলকে জানালে মন্ত্রী এখন পর্যন্ত কেনো থানায় মামলা দায়ের করেননি সেজন্য উত্তেজিত হয়ে তাকে ধমক দেন।

এ সময় মন্ত্রী তাকে আজকের মধ্যেই হামলা-ভাঙচুরের ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করে তার ব্যক্তিগত সহযোগী মিজানুর রহমানকে জানানোর নির্দেশ দেন। মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন বলেও ওই কর্মকর্তাকে বলেন।

এর আগে শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফুর রহমানকে মারধর করেন এবং প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনের জন্য বসানো মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের নামফলক ভেঙে দেন।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি