ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ সুপারের বাসভবনের সড়ক দখল করে ব্যবসা

প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২২ এপ্রিল ২০১৭

নড়াইলের পুলিশ সুপার ও সিভিল সার্জনের বাসভবনের সামনের প্রধান সড়কের ওপর সড়ক দখল করে সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন ইট বালু ও খোয়ার ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের মোহনের ছেলে নোমান দীর্ঘদিন ধরে শহরের আলাদৎপুর এলাকায় এই ব্যবসা করছেন। এ কারণে পথচারী ও যান চলাচলে বিঘ্ন ঘটছে।

এ বিষয় নিয়ে পথচারীরা নোমানকে কিছু বলতে গেলে তিনি তাদের সঙ্গে মারমুখি বা অসৌজন্যমূলক আচরণ করেন। সড়ক দখল করার কারণে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

এ ব্যাপারে নোমানের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, সড়কের পাশে মালামাল রাখা হয়েছে। এতে পথচারীদের কোনো সমস্যা হচ্ছে না। অপরদিকে নড়াইলের সচেতন মহল এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, আমার সরকারি বাসভবনের সামনের সড়কের পূর্বপাশে হওয়ায় আমার যাতায়াত কম বিধায় আমি বিষয়টি খেয়াল করেনি। আমি বর্তমানে বাইরে আছি নড়াইলে গিয়ে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেব।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার আমিন আহম্মেদ খাঁন বলেন, আমি নড়াইলে নতুন এসেছি। বিষয়টি আমারও নজরে এসেছে। আমি ভেবেছিলাম কোনো বাড়ি তৈরির জন্য রাখা হয়েছে। কিন্তু তা না হলে আমি মিটিংয়ে ডিসি সাহেরের কাছে বিষয়টি তুলে ধরতাম।

হাফিজুল নিলু/এএম/জেআইএম