ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৩ এপ্রিল ২০১৭

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে জনি ইসলাম (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বান্ধাইখাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জনি উপজেলার নন্দোনালী গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বান্ধাইখাড়া বাজার সংলগ্ন আলহাজ্ব শামসুল হুদা মীরের বাড়ির ছাদে জনি রডের কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ছাদ থেকে মাটিতে পড়ে মাথায় আঘাত পান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আব্বাস আলী/এফএ/জেআইএম