ঠাকুরগাঁও জাঠিভাঙ্গা গণহত্যা দিবস পালন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার জাঠিভাঙ্গা গণহত্যা দিবস পালিত হয়েছে। রোববার জাঠিভাঙ্গা গণহত্যা কল্যাণ ট্রাস্ট ও শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুব হোসেন খোকন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মন্টু দাস, সুবত রায়, শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারেরর সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। পরে শহীদ বিধবাদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা প্রশাসন।
20170423174536.jpg)
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের জাটিভাঙ্গা গ্রামের লোকজন একাত্তরের ২৩ এপ্রিল ভারতে আশ্রয়ের উদ্দেশ্যে স্ত্রী সন্তান সহায়-সম্বল নিয়ে রওয়ানা হয়। ভোরের দিকে স্থানীয় রাজাকার তাদের পথরোধ করে টাকা পয়সা সোনা গয়না লুট করে নেয়। এরপর তাদের সবাইকে ওই গ্রামে আটক করে রাখে। পরে রাজাকারেরা পাকসেনাদের খবর দেয়। পাকবাহিনী এসে বেলা ১০টার দিকে ৫ শতাধিক লোককে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে পাখির মতো হত্যা করে। আশপাশের লোকজন দিয়ে লাশ নদীর পাড়ে স্তূপ করে মাটি চাপা দেয়। পরে তাদের যুবতী স্ত্রীদের ওপর বর্বর নির্যাতন চালায়। যারা সহজে রাজি হয়নি তাদের অনেককে গুলি করে। ওই একই সঙ্গে বিধবা হয় প্রায় ৩শ নারী।
রিপন/এমএএস/জেআইএম