ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাপ্পী রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার বিকেলে জেলা শহরের প্রধান ডাক ঘরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাপ্পী রহমান শহরতলির দৌলাতদিয়াড় গ্রামের বাদল রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাপ্পী রহমান মোটরসাইকেলযোগে জেলা শহরের ভেতর দিয়ে রেলস্টেশনের দিকে যাচ্ছিল।

প্রধান ডাকঘরের সামনে পৌঁছালে সড়কে খোয়ার গুড়া ওড়ার কারণে তিনি মোটরসাইকেলসহ পড়ে যান। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলের ওপর উঠে যায়।

এতে তিনি গুরুতর জখম হন। বাপ্পীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে ৫টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম