বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর
নওগাঁর বদলগাছীতে উত্ত্যক্তের ঘটনায় স্কুলে যেতে পারছে না এক স্কুলছাত্রী। উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীর ভাই রুবেল হোসেনকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে রোববার থানা একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছোট বোন মিঠাপুর ইয়াকুবিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে মিঠাপুর মন্ডলপাড়া গ্রামের পিয়াস আহাম্মেদ পল্লব (১৮), সৈকত (১৮), জাহিদ হোসেন (১৯) এবং হ্যাপী হোসেনসহ (১৭) সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন উত্ত্যক্ত করে আসছিল।
বন্ধুদের সহযোগিতায় পল্লব রাস্তা অবরোধ করে গায়ে জোরপূর্বক হাত দেয়ার চেষ্টা ও প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় বোনকে অ্যাসিড দিয়ে শরীর ঝলসে দেয়ার হুমকিও দেয় বখাটেরা।
ভয়ে গত ছয়দিন থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় ওই ছাত্রী। বিষয়টি জানার পর গত ১৯ এপ্রিল উত্ত্যক্তকারীদের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের জানানো হয়।
এতে ক্ষিপ্ত হয়ে উঠে পল্লব। পরে দিন ২০ এপ্রিল সকালে মিঠাপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় উত্ত্যক্তকারীরা ওই ছাত্রীর ভাই রুবেলকে মারপিট করে। ঘটনার পর থেকে উত্ত্যক্তকারীরা বাড়ি থেকে পালিয়েছে।
ছাত্রীর ভাই রুবেল হোসেন বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্তের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বখাটেদের ভয়ে বোন গত ছয় দিন থেকে স্কুলে যেতে পারছে না। এর সুষ্ঠু বিচার দাবি করছি।
স্কুলের প্রধান শিক্ষক নওশাদ আলী বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। তবে ওই ছাত্রী কেন স্কুলে আসছে না তা খোঁজ খবর নিয়ে জানা হবে।
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনার পর থেকে উত্ত্যক্তকারীরা পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। শিগগিরই তাদের আটক করা হবে।
আব্বাস আলী/এএম/আরআইপি